গণতান্ত্রিক যুক্তফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০০
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় স্টেডিয়াম রোডের কায়েতপাড়া এলাকায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়৷


অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।


মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, আমরা বাম দল যারা রয়েছি সকলে মিলে একটা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বাংলায় বলে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করেছি। আপাতত ৯টি দল আমাদের এই প্লাটফর্মে এসেছেন আরও দল আসবেন। তবে এটা একদিনে গঠিত হয়নি। এটা দীর্ঘ দিনের একটি আলোচনার ফসল।


তিনি বলেন, ক্ষমতায় যে যায় সেই শক্ত করে থাকার চেস্টা করে। ফ্যাসিবাদ একটা রোগের নাম। যেই ক্ষমতায় যায় সেই এই রোগে আক্রান্ত হয়ে যায়৷ ডক্টর ইউনুস ক্ষমতা নেয়ার পর অনেকই বলেছিলেন ডক্টর ইউনুসকে আরও চার বছর লাগবে৷ শক্তিশালী বিরোধিতার কারণে সেটি সম্ভব না৷ খালেদা জিয়া আরও আগে ফ্যাসিস্ট হতেন কিন্তু শেখ হাসিনার শক্তিশালী বিরোধিতার কারণে সে ফ্যাসিস্ট হতে পারেননি৷


তিনি আরও বলেন, এটি বাংলাদেশ। ষঢ়ঋতুর দেশ। জোয়ার ভাটার দেশ। ন্যাচারালী সবকিছু হয়। সেই দেশেটি একটা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশে নির্বাচন হবে হবে করে কিন্তু হয়না ৷নির্বাচন নিয়ে তালবাহানা চলছে৷ আমরা এ সরকারকে সাপোর্ট করেছিলাম। কিন্তু দেশে আইন শৃঙ্খলার কোন উন্নতি নাই। এখনো মব তৈরি হচ্ছে। আর একটি দল মব তৈরির পায়তারা করছে।


মতবিনিময় সভায়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটি(সিপিবি) পঞ্চগড় জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড ফিরোজা খন্দকার চামেলী ও বাংলাদেশ জাসদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বাংলাদেশের কমিউনিস্ট পাটি দেবীগঞ্জ কমিটির সভাপতি কমরেড হাসান আলী, বোদা উপজেলা কমিটির সভাপতি দীপক কুমার দে বাব্লু, বাংলাদেশ জাসাদ আটোয়ারী উপজেলার সভাপতি আনিছুর রহমান মিঠু, পঞ্চগড় জেলা শাখার সাংগঠিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল সাধারন সম্পাদক সুবাস চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটি (সিপিবি)পঞ্চগড় জেলা কমিটির সভাপতি কমরেড আশরাফুল আলম।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শেখ সাজ্জাদ হেসেন। এসময় বাংলাদেশের কমিউনিষ্ট পাটি ও বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com