
র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে জামালপুরের চঞ্চল্যকর ‘মনিরুল’ হত্যা মামলার ১ জন আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মমিনুল উরফে মনিরুল জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বোলাকীপাড়া এলাকার বাসিন্দা। ভিকটিম প্রায় সময় তার বসত বাড়ির পূর্ব পাশে দশানী নদীর পানিতে ভাসমান নৌকায় তার কতিপয় বন্ধুবান্ধবসহ আড্ডা দিত।
ঘটনার দিন গত ২ সেপ্টেম্বর তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় ভিকটিম তার স্ত্রী-সন্তানসহ রাতের খাবার শেষে বসত ঘরে শুয়ে পড়ে। রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় বিবাদীরা তাকে ঘর হতে বাহিরে আসতে বলে। কিন্তু ভিকটিম ওইদিন বাহিরে যাবে না বলে তাদের জানায়। পরবর্তীতে রাত অনুমান ২৩.০০ ঘটিকার সময় বিবাদীরা বাড়ির সামনে এসে পুনঃরায় ভিকটিমকে ঘর হতে বাহিরে আসতে বললে, ভিকটিম ঘর হতে বাহির হলে। ভিকটিমের পেছনে তার স্ত্রী ঘর হতে বাহির হয়ে এজাহারে উল্লেখিত বিবাদীদের বিদ্যুতের আলোতে দেখতে পায়। ভিকটিম ওই রাতে বাড়ি ফিরে না আসলে। বাড়ির লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে ভিকটিমকে খোঁজাখুজি করেও খোঁজ পায়নি।
পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১৩.০০ ঘটিকার সময় দশানী নদীতে ভাসমান অবস্থায় ভিকটিমের লাশের সন্ধান পায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জামালপুর জেলার ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি যৌথ আভিযানিক দল গত ৪ ডিসেম্বরে আনুমানিক রাত ২১.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মুক্তমঞ্চের সামনে অভিযান পরিচালনা করে জামালপুর জেলার ইসলামপুর থানার মামলা নং-০৯ এর মূলে জামালপুরের চঞ্চল্যকর ‘মনিরুল’ হত্যা মামলার এজাহারনামীয় ১ জন আসামিকে গ্রেফতার
করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন - মো: নূর হোসেন (৩৯), পিতা- মৃত মুইজের আলী, আগুনেরচর, ইসলামপুর, জামালপুর।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]