বিরামপুরে রাস্তায় আলু ফেলে কৃষকের প্রতীকী প্রতিবাদ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২০:১৮
বিরামপুরে রাস্তায় আলু ফেলে কৃষকের প্রতীকী প্রতিবাদ
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষকের উৎপাদিত ফসল ও আলুর নায্য মূল্যের দাবিতে দিনাজপুরের বিরামপুরে রাস্তায় আলু ফেলে মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেছে উত্তরবঙ্গ কৃষক মঞ্চ।


১১ নভেম্বর, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঢাকা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করে কৃষকরা।


উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহনেয়াজ ফিরোজ শুভের সভাপতিত্বে মানববন্ধনে কৃষকরা সরকারের কাছে নানা দাবি তুলে।


আলু চাষি কৃষক আবু রায়হান বলেন, আমরা মাথার ঘাম পায়ে পেলে ফসল আলু ফলায়। মাঠ থেকে ফসল তোলার পরে বাজারে দাম থাকে না। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয় প্রায় ১৪ টাকা এরপর স্টোরের খরচ আছে। আমি ১০ বস্তা আলু স্টোরে রেখেছি। দাম না থাকায় তুলবই না। সরকারের প্রতি আমাদের দাবি সরকার ঘোষিত ২২ টাকা কেজি হিসেবে আমাদের থেকে আলু কেনা হোক।


উত্তরবঙ্গ মঞ্চের আহ্বায়ক শাহ নেওয়াজ ফিরোজ শুভ বলেন, আমরা কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করি কিন্তু নায্যমূল্য পাই না আমরা। আমাদের কষ্টে অর্জিত ফসলের মূল্য যায় মধ্যস্তত্বভোগীদের কাছে। উৎপাদন খরচ ১৪ টাকা কেজি ব্যয়ে আলু উৎপাদন করে বিক্রি করতে হচ্ছে ১০ টাকায় যা আমাদের কৃষকদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। সরকারের কাছে দাবি আমাদের উৎপাদিত ফসলের নায্যমূল্য নিশ্চিত করা হক। আজকে প্রতীকী প্রতিবাদ ও মানববন্ধন করছি। দাবি না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com