টাঙ্গাইলে নারী কাবাডি টুর্নামেন্ট ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭
টাঙ্গাইলে নারী কাবাডি টুর্নামেন্ট ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুজন মিয়ার সম্মানে গণসংবর্ধনা ও নারী কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি তিনি মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পদকে ভূষিত হন।


শুক্রবার বিকেলে কাতুলী স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। উদ্বোধক ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রৌফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম.এ বাতেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর ফরহাদ, যুগ্ম সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হাসান সরকার ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদুল করিম সোনা প্রমুখ।


এছাড়া স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কাতুলী ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিনহাজ উদ্দিন সিকদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক কাতুলী ইউনিয়ন ছাত্রদল সভাপতি হুসাইন মোহাম্মদ এরশাদ।


গণসংবর্ধনা শেষে আনন্দঘন পরিবেশে নারী কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।


বিবার্তা/ইমরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com