নরসিংদীর
আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ এক নারী নিহত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৭
আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ এক নারী নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া এলোপাতারি গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী আক্তার আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রামের রায়েস আলীর স্ত্রী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারসহ রাজনৈতিক অবস্থান গড়তে বিএনপির দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। তারমধ্যে কিছু আওয়ামীলীগের নেতা-কর্মীও যুক্ত হয়। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ আরো বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার রেশ ধরেই আজ শুক্রবার দুপুরেও এলোপাতারি গুলি ছোড়ে অবস্থান জানান দেয় তারা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ফেরদৌসী আক্তার। পরে স্থানীয় এলাকাবাসীর প্রতিরোধের ফলে পিছু হটে সন্ত্রাসীরা।


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


উল্লেখ্য এর আগে গতকাল দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামের এক বিএনপির কর্মী নিহত হয়। এসময় আরো ৫ জন গুরুতর আহত হয়। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা যুমনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খানের উপর হামলা চালায়, এতে রক্তাক্ত যখম হন তিনি।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com