
বুয়েটের বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে ও নিজেদের অধিকার আদায়ে বিক্ষোভ করেছে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বুড়িরহাট এলাকায় শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে তারা। এসময় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রকে জিম্মি করার অংশ হিসেবে বুয়েটের বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিক দাবি তুলছে। এ দাবি অযৌক্তিক ও অন্যায়। আমরা এর নিন্দা জানাই। আমরা অবিলম্বে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ সম্মান দেওয়ার দাবি জানাচ্ছি।
বিবার্তা/রোমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]