
গোপালগঞ্জে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান সামনে থাকা চলন্ত ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের হেলপার মোঃ সীমান্ত নিহত হন।
নিহত সীমান্ত যশোর জেলার বেনাপোলের পোটখালী এলাকার মুফিজুর রহমানের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই জয়রাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
এসময় খুলনাগামী কাভার্ড ভ্যানটি পিছন দিক থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শান্ত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]