সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪
সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।


বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ধল্লা ইউনিয়নের ভূমিদক্ষিণ বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপকারভোগীদের মধ্যে দোকান ও অটোরিকশা প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ছালেহা খাতুন নামে এক উপকারভোগীকে দোকান হস্তান্তর করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক পেশা। সমাজে এটি ভালো দৃষ্টিতে দেখা হয় না। রাষ্ট্রের জন্যও এটি ইতিবাচক বার্তা নয়। তবে মানুষ নানা কারণে এই পেশায় আসে। পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে তারা সম্মানজনক পেশায় যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে পারবেন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় আনা হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা উপপরিচালক মো. আব্দুল বাতেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনসহ স্থানীয় গুণীজন ও গণমাধ্যমকর্মীরা।


বিবার্তা/হাবিবুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com