ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দুই দিকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


অবরোধে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী রাস্তায় অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে অবস্থান নেন। এতে পুরো মহাসড়ক এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাবাহিনীও টহল জোরদার করেছে বলে জানিয়েছে প্রশাসন।


শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com