
টাঙ্গাইল সদর উপজেলায় লিলি আক্তার (৪৫) নামে এক নারী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিলি আক্তার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের স্ত্রী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুইজবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রাতে কুইজবাড়ী বাজারের কাছে নিজেদের মালিকানাধীন লিওন বেকারিতে গেলে লিলি আক্তার কর্মচারীদের সঙ্গে কথা বলছিলেন। এসময় মুখে গামছা বাঁধা কয়েকজন সন্ত্রাসী বেকারিতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আনিছুর রহমান উত্তম জানান, রাজনৈতিক শত্রুতার জেরে তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]