
সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তার ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত ২৪ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার
করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানায়, ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা কোন এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]