
টাঙ্গাইলে দি টাঙ্গাইল শিক্ষা পরিবার এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বটতলা দি টাঙ্গাইল শিক্ষা পরিবারের নিজ কার্যালয়ে উৎসবমুখোর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ সাংবাদিক খান মোহাম্মদ খালেদ।
অনুষ্ঠানে দি টাঙ্গাইল শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাভোকেট ফরহাদ ইকবাল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক, উদ্যোক্তা ও ভিসতা ইলেকট্রনিক্স এর পরিচালক উদয় হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সরকারী সা’দত কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান(প্রাণিবিদ্যা বিভাগ) প্রফেসর মো. গোলাম সরোয়ার,জেলা কালসারার অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন,এবি ব্যাকের ভাইস প্রেসিডেন্ট মুস্তাক আহম্মেদ, গালা আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী জিন্নাহ,বিশিষ্ঠ ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী মি,লন,বেক্সট্রা ফার্মাসিউটিকাল এর পরিচালক এনামুল কবির,ডিজি ল্যাবের প্রধান নির্বাহী পরিচালক মুশকিকুল আলম ও সমাজ সেবক সৈয়দ মাহবুবুর রহমান লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,কৃতি শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের যোগ্যতা ও সাফল্যের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের গুরত্ত¡পূর্ণ ভূমিকার কথাও তারা উল্লেখ করেন।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দেন।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]