
দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মোছা: রেনু বেগম (৩৮)। সে ওই এলাকার মো: বাবলু শেখ (৪৫) এর স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
অভিযোগ উঠেছে স্বামী মো: বাবলু শেখ এক প্রবাসীর স্ত্রীর পরক্রিয়া প্রেমে আসক্ত হয়ে বিভিন্ন সময় নিজ স্ত্রী রেনু বেগম কে মারধর করতেন। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রেনু বেগম নিখোঁজ রয়েছে।
আগষ্ট মাসের মাঝামাঝি সময় রেনু বেগমের মা মোছা: মরিয়ম বেগম মেয়ের খোঁজে মেয়ের শ্বশুরবাড়ি আসলে তাকেও ঘরে আটকে মারধর করে জামাই মো: বাবলু শেখ। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বলে জানা যায়।
এর পরে মোছা: মরিয়ম বেগম মেয়ের খোঁজ পেতে বালিয়াকান্দি থানায় লিখত অভিযোগ দায়ের করে। তবে ১৫ দিনের বেশি সময় পার হলেও নিখোঁজ মেয়ের কোন সন্ধান না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে মা।
এ বিষয়ে মোছা: মরিয়ম বেগম বলেন, আমার এক মাত্র মেয়ে রেনু।মেয়ের কষ্ট দেখে আমি নিজের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করে দিয়েছি।তবে গত কয়েক বছর ধরে বাড়ির পাশের এক মহিলার সাথে জামাই পরক্রিয়া প্রেমে জড়িয়ে পরে। এর পর থেকে সে আমার মেয়েকে মাঝে মধ্যেই মারধর করতো। অনেক দিন ধরে মেয়ের কোন খোঁজ না পেয়ে গত মাসে মেয়ে জামাইয়ের বাড়ি যাই।তবে বাড়িতে মেয়ে ছিলো না। মেয়ে কোথায় জানতে চাইলে জামাই আমাকে ঘরে আটকে মারধর করে। পরে স্থানীয়রা এসে আমাকে বেড় করে।আমার ধারণা জামাই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি তবে পুলিশও কোন খবর দেয় না!
এ বিষয়ে মো: বাবলু শেখ এর মা মোছ: আখিরন বিবি বলেন, আমার ছেলের বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে।কয়েক মাস ধরে মানুষের মুখে শুনতে পাই প্রবাসী ফারুকের বউ হোসনেহেরার সাথে আমার থেকে অবৈধ সম্পর্ক রয়েছে। একদিন ছেলের বাড়ি গিয়ে দেখি আমার ছেলে হোসনেহেরার সাথে এক ঘরে শুয়ে আছে। আমি তাকে বকাবকি করে চলে আসি।গত মাসে জানতে পারি ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে আমি ছেলের কাছে জানতে চাইলে সে বলে জানি না।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক এস আই মো: আকবর বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই বাড়িতে গিয়েছিলাম।তবে নিখোঁজ রেনু বেগমের স্বামী ও সন্তান বলে তার মাথায় সমস্যা রয়েছে। মাঝে মাঝেই সে বাড়ি থেকে চলে যায়। আবার কিছু দিন পর ফিরে আসে।স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সাথে পরক্রিয়া প্রেমের সম্পর্ক রয়েছে নিখোঁজের স্বামী বাবলু শেখ এর। এর ফলে বাবলু শেখ স্ত্রী রেনু বেগম কে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এমন প্রেমের জবাবে এই পুলিশ অফিসার বলেন স্থানীয়দের মুখে মুখে এমন গুঞ্জন রয়েছে।
তিনি আরও বলেন, আমি অভিযোগ পত্রে দেওয়া নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করছি তবে কেউ ফোন রিছিভ করে না।এই জন্য তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে।
নিখোঁজ মোছা: রেনু বেগম জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগাছ এলাকার ইমান আলী শেখ এর মেয়ে। দীর্ঘ ২৫ বছর আগে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মো: পাচু শেখ এর মেঝো ছেলের সাথে বিয়ে হয়।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]