কোটালীপাড়ায় গণছুটিতে পল্লী বিদ্যুতের ৫১জন কর্মী, গ্রাহকদের ভোগান্তি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১
কোটালীপাড়ায় গণছুটিতে পল্লী বিদ্যুতের ৫১জন কর্মী, গ্রাহকদের ভোগান্তি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের কোটালীপাড়া জোনাল অফিসের ৫১ জন কর্মী তাদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণছুটিতে যাওয়ায় উপজেলার শত শত গ্রাহক পড়েছেন বিদ্যুৎ সমস্যায়। এই দাবিগুলির মধ্যে রয়েছে, অব্যবস্থাপনার অবসান, বদলির নামে হয়রানি বন্ধ, ও কর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। এর ফলে, এলাকার গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজ থমকে গেছে।


কোটালীপাড়া পল্লী বিদ্যুতের অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯৫ জন কর্মী ৭৯ হাজার ১৫৭ জন গ্রাহককে সেবা দিয়ে আসছিলেন, কিন্তু গত রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ৫১ জন কর্মী কাজে অনুপস্থিত রয়েছেন। এতে করে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সমস্যা বেড়ে গেছে, যার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


শুয়াগ্রামের লিয়ন বাড়ৈ জানান, বিদ্যুতের লাইনের সমস্যা থাকার কারণে আমাদের গ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। আমরা একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি, কিন্তু কোন কর্মী না থাকার কারণে সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত এর সমাধান চাই।


অন্যদিকে, ইমরানুর রহমান বলেন, আমাদের এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই। খামারে বিদ্যুৎ দরকার, কিন্তু অফিসে যোগাযোগ করে কাউকেই পাচ্ছি না। যদি দ্রুত বিদ্যুৎ না আসে, আমাদের খামারে ব্যাপক ক্ষতি হবে।


গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজওয়ানুল ইসলাম বলেন, আমাদের অফিসে মোট ৯৫ জন কর্মী রয়েছে, যার মধ্যে ৫১ জন কর্মী বর্তমানে গণছুটিতে রয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জন লাইনম্যান রয়েছেন, যারা সাধারণত বিদ্যুতের সমস্যা সমাধান করেন। তবে আমরা আশা করছি, সরকার আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে কর্মীরা কাজে ফিরে আসবেন এবং দ্রুত সমস্যার সমাধান হবে।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com