রাজবাড়ীর প্রসিদ্ধ নির্মল ও সংকর মিষ্টি ভান্ডারকে দুই লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২২:৩১
রাজবাড়ীর প্রসিদ্ধ নির্মল ও সংকর মিষ্টি ভান্ডারকে দুই লাখ টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, সংরক্ষণ ও বিপণনের আপরাধে রাজবাড়ীর প্রসিদ্ধ নির্মল ও সংকর মিষ্টি ভান্ডারকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজবাড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো: মহসিন হাসানের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইন সংক্ষিপ্ত বিচারক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত এ অভিযান পরিচালনা করে।


অভিযান সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার শংকর মিষ্টি ভান্ডার, নির্মল মিষ্টি ভান্ডার , হীরালাল মিষ্টি ভান্ডার এবং নয়াটেস্ট ফাস্টফুড ও মিষ্টি ভান্ডারে অভিযান পরিচালনা করে গ্রাম্যমান আদালত। এ সময় শংকর মিষ্টি ভান্ডার ও নির্মল মিষ্টি ভান্ডারে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা-৩২(গ), ৩৩,৩৯ অধীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, পণ্যের চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদন করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও হীরালাল মিষ্টি ভান্ডার ও নয়াটেস্টে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনে ত্রুটিসমূহ সংশোধনের নির্দেশ দেওয়া হয়।


রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. মহসিন হাসান বলেন, আজকে আমরা বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে নামি। এ সময় রাজবাড়ীর প্রসিদ্ধ দুটি মিষ্টান্ন ভাণ্ডার শংকর ও নির্মলের কারখানা ও দোকানে যাই। সেখানে গিয়ে আমরা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বেশ কয়েকটি অপরাধ আমাদের নজরে আসে। পরে তাদের নিরাপদ খাদ্য আইনের তিনটি ধারায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছি। আমরা এই খাদ্য আদালতের মাধ্যমে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।


এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেনসহ জেলা পুলিশ ও আনসারের চৌকস দল উপস্থিত ছিল।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com