ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা অভিযোগ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৩:৩০
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক ডা. দিপঙ্কর ঘোষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।


অভিযোগ রয়েছে, তিনি নিয়মিতভাবে হাসপাতালের রোগীদের না দেখে তাদের প্রাইভেট ক্লিনিকে যেতে বলেন এবং নিজের ভিজিটিং কার্ড সরবরাহ করেন। এমন কি ২ ও ৩ আগস্ট তিনি ডিউটি থাকা সত্ত্বেও হাসপাতালের অনুপস্থিত ছিলেন এবং ছুটিও নেননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


এছাড়া, তিনি সরাইল উপজেলার অরুয়াইলে জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খুলে সেখানে প্রতি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখেন, যা সরকারি চাকরিজীবী হিসেবে সম্পূর্ণ নিয়মবহির্ভূত। অভিযোগ রয়েছে, প্রতি শনিবার তিনি হাসপাতালে না এসে সেখানে ব্যক্তিগত চেম্বার চালান।


সরেজমিনে অনুসন্ধানে বিষয়টির সত্যতা পাওয়া গেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।


এ বিষয়ে চিকিৎসক ডা. দিপঙ্কর ঘোষ বলেন, দুইদিন অসুস্থ ছিলাম তাই ছুটি নিতে পারি নাই আজকে ছুটির আবেদন করেছি। সরাইলে আমার কোন প্রতিষ্ঠান নেই। শনিবারে চেম্বার করি না মাঝে মধ্যে সরকারি চাকরি শেষ করে ওইখানে যাই।


ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শাহিনুর আলম বলেন, "বিষয়টি শুনেছি, তত্ত্বাবধায়ক স্যারের সাথে কথা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"


ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, “সরকারি দায়িত্ব পালনকালে কোনো চিকিৎসক প্রাইভেট হাসপাতালে চেম্বার করতে পারেন না, এবং তারা কোনো হাসপাতালের মালিকও হতে পারেন না। শুধু মাত্র জনসেবামূলক ও অলাভজনক কাজে অনুমতি থাকলে তা করা যায়। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com