
রাজবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারের দা্বিতে হওয়া মানববন্ধন থেকে বিক্ষোভকারীরা মো: সাব্বির হোসেন নামে এক সাব-ইন্সপেক্টরকে পিটিয়ে আহত করেছে।
রবিবার (১৮ মে) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর কোলারহাট-মধুখালী সড়কে এ ঘটনা ঘটে।
আহত উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) মো: সাব্বির হোসেন রাজবাড়ী সদর থানায় কর্মরত আছেন। তিনি নিহত যুবক রুপল শেখ (শাহীন) হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা।
ঘটনা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করার অপরাধের রুপল শেখ (শাহীন) কে রাফিজুল,রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জন বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ সদর হসপিটালে নিয়ে যায়।
পর দিন নিহতের মামা কালাম মোল্লা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।এর পর পুলিশ রাজাপুর গ্রামের জহির উদ্দীন বিশ্বাস, মৈজদ্দিন বিশ্বাস , ফরহাদ বিশ্বাস ও মুন্না বিশ্বাস কে গ্রেফতার করে।
তবে মামলার বাদী কালাম মোল্লা অভিযোগ করে পুলিশের উপ-পরিদর্শক মো. সাব্বির হোসেন রাজবাড়ী সদর থানার বসিয়ে রেখে একটি কাগজে সই নেয়। এছাড়াও নিহত শাহিন শেখের পক্ষের চারজনকে গ্রেফতার করে পুলিশ।
ক্ষোভ থেকে নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় আজ রবিবার (১৮ মে) বিকেল ৩ টায় রাজাপুর বাজারে বসন্তপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করে। মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে কয়েক’শ মানুষ যোগ দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ নিহতের মামাকে ভুল বুঝিয়ে মামলাটি রেকর্ড করেছেন। মামলায় যে চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে তারা শাহিনের বাঁচাতে সেখানে গিয়েছিলেন।
মানববন্ধন শেষে কোলারহাট-মধুখালী সড়কে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা।বিক্ষোভটি শাম বিশ্বাসের বাড়ির সামনে গেলে সেখানে মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ পরিদর্শক সাব্বির হোসেনকে দেখতে পায় বিক্ষোভকারীরা।
প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাব্বির হোসেন সাথে বিক্ষোভ কারীদের বাকবিতন্ডা হয়। পরে তার ওপর হামালার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করতে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ যায়।তারা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
হামলায় আহত উপ-পরিদর্শক মো. সাব্বির হোসেন বলেন, আমি এবং আরেকজন পুলিশ সদস্য মামলার তদন্ত কাজে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে আমার ওপর হামলার ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজিব বলেন, রাজবাড়ী সদর থানার উপ পরিদর্শক সাব্বিরে ওপর হামলার ঘটনা ঘটেছে। সে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা সকল বিষয় নিয়ে তদন্ত করছি।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]