দিনাজপুরে নির্মাণাধীন গেট ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৫১
দিনাজপুরে নির্মাণাধীন গেট ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জাহাঙ্গীরপুর হ্যালিপ্যাড এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির গেটের ছাদের অংশ ধসে পড়ে শাহ আলম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম উপজেলার মাস্টার পাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী আব্দুর রহমান পরিবারসহ ঢাকায় বসবাস করেন। তার অনুপস্থিতিতে আমিনুল ইসলাম তার পরিত্যক্ত বাড়িটি দেখাশোনা করতেন। প্রায় দুই মাস আগে ওই বাড়ির গেটের ছাদ নির্মাণ কাজ শুরু হয়।


বৃহস্পতিবার সকালে শাহ আলম তার মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হচ্ছিল। এ সময় হঠাৎ নির্মাণাধীন গেটের ছাদ ধসে পড়ে তার ওপর। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)–এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের মা লাকি বেগম বলেন, চোখের সামনে আমার ছেলের এমন মৃত্যু আমি মেনে নিতে পারছি না। আমি বাকরুদ্ধ।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com