
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে পঞ্চগড়ের চিনিকল মাঠে শুরু হয়েছে জনসভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় জনসভার আনুষ্ঠানিকতা শুরু হলেও ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নানা বয়সি মানুষ আসতে শুরু করেন সভাস্থলে। পুরো মাঠ ১০ দলীয় জোটের কর্মী-সমর্থকে পরিপূর্ণ।
নেতাকর্মীদের হাতে দেখা যায় দলীয় প্রতীক, ব্যানার ও ফেস্টুন৷ দীর্ঘদিন পর পঞ্চগড়ে নির্বাচনী উত্তাপ শুরু হওয়ায় উচ্ছাস প্রকাশ করেন আগতরা। জানান আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চান তারা৷
আজ থেকেই উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির। এদিন সকালে পঞ্চগড়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
পরদিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]