
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিনের বক্তব্যে এ কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ এর পক্ষে অবস্থান নেব।’
মাহাদী আমিন বলেন, ‘জুলাই চার্টারে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল আমরা সেইভাবে কিছুটা নোট অব ডিসেন্ট ছিলো সেগুলোকে ধারণ করে। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন করা। সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে সবার আগে কাজগুলো বিএনপি করেছে। আমাদের যে ৩১ দফা রয়েছে সেখানে সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে। সুতরাং আমরা বলছি, গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।’
মাহাদী আমিন বলেন, ‘নোট অব ডিসেন্ট... গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে… সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের হ্যাঁর পক্ষে অবস্থান এটা দলের সবাইকে বলে দিয়েছি। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, ‘বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নাম্বার সংগ্রহ করা এটি কোনোভাবে কাম্য না। আমরা বলছি, জনগণ যেন এই ব্যাপারে সজাগ থাকেন। কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা আছে এবার ভোট দেবার। সেজন্য কোনোভাবেই যেন লেভেল প্লেয়িং ফিল্ড যেন নষ্ট না হয়। আমরা যদি দেখি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কেউ সংঘবদ্ধভাবে কোনো জায়গায় পোস্টাল ব্যালট পেপার দেখলাম প্রবাসে, কোনো কোনো জায়গায় আইডি নিচ্ছেন, বিকাশ নম্বর নিচ্ছেন এগুলো অনাকাঙ্ক্ষিত।’
তিনি বলেন, ‘আমরা আমাদের দলের নেতা-কর্মীদের আহ্বান জানাব, আগামীকাল থেকে যে প্রচারণা শুরু হবে সেখানে ইতিবাচক রাজনীতিকে ধারণ করে যেন সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি এবং যেসব অপপ্রচার হচ্ছে তার বিরুদ্ধে সঠিক অবস্থা নেই। যারা এভাবে আইডি সংগ্রহ করছেন, বিকাশ নাম্বার সংগ্রহ করছেন … এই নীতিবাচক রাজনীতির কৌশল থেকে যেন বেরিয়ে আসেন আমরা তাদের সেই আহ্বান জানাব।’
মাহাদী আমিন বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনি প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই নির্বাচন আচরণবিধির পূর্ণাঙ্গ প্রতি পালনের মধ্য দিয়ে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতন্ত্র চর্চার মাধ্যমে এ নির্বাচন একটি অনন্য দৃষ্টি স্থাপন করতে পারবে ইনশাল্লাহ।
মাহাদী আমিন বলেন, ‘আমরা চাই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যির অর্থে মূল্যায়িত হয় তাহলে অবশ্যই বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাব, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনটা যেন ত্রুটি মুক্ত হয়, নির্বাচনটা যেন বিতর্কমুক্ত থাকে। প্রতিটি দল যাতে নির্বাচন আচরণ বিধি মেনে চলে তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে বিএনপির কয়েকটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন গিয়ে এই বিষয়ে কথা বলেছেন, তাদের বলেছেন যে, তারা যেন একটি শক্ত অবস্থান গ্রহণ করে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]