
আজকের বাংলাদেশ পেতে ১৯৪৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, আজকের বাংলাদেশ পেতে ৪৭ সাল থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ছাত্রশিবিরকে আগামী দিনের ছাত্রসমাজের দায়িত্ব নিতে হবে।
শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই কালো অধ্যায় শেষ হতে চলেছে। কিন্তু কালো ছায়া এখনো যায়নি।
জামায়াত আমির বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই, যে শিক্ষাব্যবস্থা তোমাদের মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। যে শিক্ষাব্যবস্থা তোমাদের শিক্ষার চরম উৎকর্ষে পৌঁছে দেবে। এবং এ শিক্ষা নিয়ে, উন্নত চরিত্র নিয়ে, দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজগঠনে আত্মনিয়োগ করবে। আর একজন যুবক-যুবতিও বেকার থাকবে না।
শফিকুর রহমান বলেন, তোমাদের কাঁধে ১৮ কোটি মানুষের বোঝা। আল্লাহ তা’য়ালা এ বোঝা তোমাদের জন্য হালকা করে দিন। এ বোঝা বহন করা শক্তি তোমাদের দান করুন। তোমাদের এ বিজয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে, আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশা আল্লাহ। ছাত্রসমাজ তোমাদের ভোট দিয়েছে, তোমাদের ইনসাফের প্রতীক হিসেবে তারা দেখতে চায়। অন্য কোনো কারণ নেই।
অনুষ্ঠানে জাময়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ইসলামি ছাত্রশিবির কেমন। আগামী ২৬–এর নির্বাচনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেন মন্তব্য করেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]