স্ত্রী-কন্যাসহ দেশের পথে তারেক রহমান
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯
স্ত্রী-কন্যাসহ দেশের পথে তারেক রহমান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রায় ১৭ বছর পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী জোবাইদা ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয় ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ।


বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি (বিজি-২০২) ঢাকার পথে রওনা হয়।


ফ্লাইটটি সরাসরি ঢাকায় না এসে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রথমে সিলেটে পৌঁছাবে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সবকিছু ঠিক থাকলে বেলা ১১টা ২০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।


এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তার জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর তিনি মায়ের সঙ্গে দেখা করতে কেয়ার হাসপাতালে যাবেন। সবশেষে গুলশানে তার ১৯৬ নম্বর বাসভবনে উঠবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com