সাবেক সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ আর নেই
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪১
সাবেক সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) আর নেই।


সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।


তার স্ত্রী আভা রানী ঘোষ জানান, রাজধানীর বরদেশ্বরী কালী মন্দিরে সকাল ১০টায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। তিনি ধানমন্ডির বাসায় থাকতেন। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।


এর আগে ২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার কারণে পরিবার থেকেও তাকে আর রাজনীতিতে আসতে দেয়া হয়নি, ফলে তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।


দীর্ঘ রাজনৈতিক জীবনে কর্মীদের যথাযথ মূল্যায়নের কারণে তৃণমূলে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। মুন্সীগঞ্জের রাজনীতিতে সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন এক আলোচিত নাম। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ) পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।


রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিজস্ব সিনেমা হল ছাড়াও তার ‘ফিল্ম হাউজ’ নামে একটি প্রতিষ্ঠান ছিল। এছাড়া তার মালিকানাধীন ওষুধ কোম্পানিও রয়েছে। তিনি দীর্ঘ দিন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com