
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে সনাতন ধর্মাবলম্বী দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ।
শনিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞতে জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যৌথ বিবৃতিতে বলেন, “ধর্ম অবমাননার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে প্রকাশ্য গণপিটুনির মাধ্যমে একজন নাগরিককে হত্যা করা চরম বর্বরতা এবং মানবাধিকারের নির্মম লঙ্ঘন। এ ধরনের ঘটনা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনের শাসন ও সামাজিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি।”
নেতৃবৃন্দ বলেন, “ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উগ্র সাম্প্রদায়িক শক্তি বারবার সংখ্যালঘু জনগোষ্ঠীসহ ভিন্নমতাবলম্বীদের ওপর হামলা চালাচ্ছে। এসব হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে বিচারহীনতার সংস্কৃতিকে আরও উসকে দিচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে। এই অশুভ তৎপরতা দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্রের অংশ।
আমরা অবিলম্বে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত সকল ঘাতক ও উসকানিদাতাকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সকল ধর্ম বর্নের মানুষের দেশ। ধর্মীয় অনুভূতির নামে কোনো ধরনের সহিংসতা, গণপিটুনি বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ধরনের অপকর্মের বিরুদ্ধে গণতান্ত্রিক ও প্রগতিশীল সকল শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]