
শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে দুই সপ্তাহ থেকে আবারো লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান।
প্রায় এক মাস রাজধানীর এভায়রকেয়ার হাসপাতালে চিকিৎিসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান।
বেগম জিয়ার চিকিৎসার নানা দিক তত্ত্বাবধান করেন তিনি। তবে চিকিৎকদের পরামর্শে বিদেশ নিতে না পারায় শাশুড়ির সঙ্গে দুই সপ্তাহ ছিলেন জুবাইদা রহমান। বর্তমানে বেগম জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
২০০৮ সালে দেশ ছাড়ার ১৭ বছর পর প্রথমবারের মতো ৬ মে দেশে আসেন ডা. জুবাইদা রহমান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]