
বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়াকে “প্রহসনমূলক” উল্লেখ করে দেশ-বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ জন প্রকৌশলী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবকাঠামোগত উন্নয়নকে ব্যাহত করতে পরিকল্পিতভাবেই এই বিচার চালানো হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, উন্নয়নের ভিত্তিকে দুর্বল করার এ প্রচেষ্টা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে প্রকৌশলীরা উল্লেখ করেন, সংসদকে পাশ কাটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যপরিধি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করেছেন, তা সম্পূর্ণ বেআইনি এবং আইনগত এখতিয়ারের বাইরে। ফলে এ ধরনের অবৈধ আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার সরকারের কারো বিচার হতে পারে না।
লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাওলস কেসি এবং তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘে দাখিল করা জরুরি আবেদনে বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর আইনি প্রশ্ন তুলেছেন। তারা তিনটি বড় উদ্বেগের কথা উল্লেখ করেন—
১. অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালনা এবং সম্ভাব্য মৃত্যুদণ্ডের ঝুঁকি
২. বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ
৩. নির্বাচনী বা পক্ষপাতমূলক বিচার প্রক্রিয়ার আশঙ্কা
বিবৃতিতে প্রকৌশলীরা আরও বলেন, “অবৈধ সরকারের জারি করা অবৈধ অধ্যাদেশের ভিত্তিতে গঠিত আদালতের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘন করা হচ্ছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুপস্থিত।”
তারা জানান, এই বিচারকে তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। “যে রায়ই দেওয়া হোক, প্রকৌশলীরা ক্যাঙ্গারু কোর্টের রায় মানে না এবং মানবে না,” বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন দেশ-বিদেশের ১০১ জন প্রকৌশলী।
স্বাক্ষর
মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ জন প্রকৌশলী:
১. প্রকৌশলী মোঃ আব্দুস সবুর,২. প্রকৌশলী শফিকুর রহমান অনু,৩. প্রকৌশলী নাজমুল আহসান,৪. প্রকৌশলী মোঃ হোসাইন ,৫. প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ ,৬. প্রকৌশলী স্নেহাশিস ভৌমিক,৭. প্রকৌশলী আবুল হোসেন,৮. প্রকৌশলী নুরুজ্জামান,৯. প্রকৌশলী হাবিবুর রহমান ,১০. প্রকৌশলী মোঃ মুজিব ,১১. প্রকৌশলী জাহিদুল ইসলাম,১২. প্রকৌশলী আমিনুল হক পলাশ,১৩. প্রকৌশলী সাহাদাত হোসেন,১৪. প্রকৌশলী খোকন,১৫. প্রকৌশলী মোঃ পলাশ,১৬. প্রকৌশলী মসিউর রহমান,১৭. প্রকৌশলী মোঃ দোলন,১৮. প্রকৌশলী মোঃ হাবিব,১৯. প্রকৌশলী মাহমুদ শাজাহান,২০. প্রকৌশলী রেসাদ,২১. প্রকৌশলী মনিরুজ্জামান মোহন,২২. প্রকৌশলী সাহাবুদ্দিন মোহাম্মদ,২৩. প্রকৌশলী মোঃ আনোয়ার,২৪. প্রকৌশলী আমজাদ হোসাইন,২৫. প্রকৌশলী রফিকুল আলম,২৬. প্রকৌশলী দীপন কর দীপন,২৭. প্রকৌশলী আঞ্জুমান ইসলাম,২৮. প্রকৌশলী মোঃ ইমরান,২৯. প্রকৌশলী নুরুল ইসলাম,৩০. প্রকৌশলী আব্দুল মতিন,৩১. প্রকৌশলী আব্দুল জলিল,৩২. প্রকৌশলী আব্দুল কাদের,৩৩. প্রকৌশলী খন্দকার কুদরত,৩৪. প্রকৌশলী আব্দুল কুদ্দুস ,৩৫. প্রকৌশলী মোঃ মোজাম্মেল,৩৬. প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ,৩৭. প্রকৌশলী নূর মোহাম্মদ,৩৮. প্রকৌশলী মোহাম্মদ আলী,৩৯. প্রকৌশলী আব্দুর রোউফ,৪০. প্রকৌশলী আব্দুল মতিন,৪১. প্রকৌশলী নজরুল ইসলাম,৪২. প্রকৌশলী মোঃ রিয়াজ শেখ,৪৩. প্রকৌশলী শেখ ওয়ালিউল্লাহ,৪৪. প্রকৌশলী কামরুল ইসলাম,৪৫. প্রকৌশলী স.ম ফেরদৌস,৪৬. প্রকৌশলী অসীম পোদ্দার,৪৭. প্রকৌশলী দেবাশীষ সাহা,৪৮. প্রকৌশলী সুরঞ্জন চক্রবর্তী,৪৯. প্রকৌশলী নিরঞ্জন সূত্রধর,৫০. প্রকৌশলী সুকুমার পালিত,৫১. প্রকৌশলী আবুল কালাম,৫২. প্রকৌশলী নুরুল আবসার,৫৩. প্রকৌশলী ইকবাল হোসাইন,৫৪. প্রকৌশলী মোস্তফা কামাল,৫৫. প্রকৌশলী আবুল বাশার,৫৬. প্রকৌশলী সিরাজুল ইসলাম,৫৭. প্রকৌশলী পথিক সাহা,৫৮. প্রকৌশলী সোহরাব হোসাইন ভূঁইয়া,৫৯. প্রকৌশলী মুজিবুর রহমান,৬০. প্রকৌশলী জিয়াউল হাসান,৬১. প্রকৌশলী কাদের নেওয়াজ,৬২. প্রকৌশলী মোঃ রফিকুল্লাহ,৬৩. প্রকৌশলী তৃপ্তিময় ঘোষাল,৬৪. প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর,৬৫. প্রকৌশলী বেগম ফারজানা,৬৬. প্রকৌশলী বেগম নুসরাত,৬৭. প্রকৌশলী ডক্টর ইলিয়াস,৬৮. প্রকৌশলী মোঃ নাসিরুদ্দিন,৬৯. প্রকৌশলী কামরুজ্জামান,৭০. প্রকৌশলী প্রাণ কানাই সাহা,৭১. প্রকৌশলী জহিরুল ইসলাম,৭২. প্রকৌশলী সামসুদ্দিন চৌধুরী ,৭৩. প্রকৌশলী উত্তম চক্রবর্তী,৭৪. প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন,৭৫. প্রকৌশলী মনোজকুমার বণিক ,৭৬. প্রকৌশলী আব্দুর রাজ্জাক ,৭৭. প্রকৌশলী অশোক চক্রবর্তী ,৭৮. প্রকৌশলী আলাউদ্দিন আহমেদ,৭৯. প্রকৌশলী তাজুল ইসলাম ,৮০. প্রকৌশলী মোঃ বেলাল ,৮১. প্রকৌশলী মাহমুদুর রহমান ,৮২. প্রকৌশলী আব্দুল হান্নান,৮৩. প্রকৌশলী আরিফুর রহমান ,৮৪. প্রকৌশলী এরশাদউল্লাহ ,৮৫. প্রকৌশলী আব্দুল ওয়াদুদ ,৮৬. প্রকৌশলী শিহাবউদ্দিন ,৮৭. প্রকৌশলী মামুনুর রশিদ ,৮৮. প্রকৌশলী কামরুল হাসান ,৮৯. প্রকৌশলী আমিনুর রশিদ ,৯০. প্রকৌশলী আব্দুর রহমান ,৯১. প্রকৌশলী মনসুরুল হক ,৯২. প্রকৌশলী ফজলুর রহমান ,৯৩. প্রকৌশলী আব্দুস সাদেক ,৯৪. প্রকৌশলী পীয়ুষ সাহা,৯৫. প্রকৌশলী জহির আহমেদ ,৯৬. প্রকৌশলী আসিরুল ইসলাম ,৯৭. প্রকৌশলী গোপাল ভৌমিক,৯৮. প্রকৌশলী মোঃ ফারুক এ. খান,৯৯. প্রকৌশলী রাসেল সরকার,১০০. প্রকৌশলী মোঃ সেলিমুল্লাহ ,১০১. প্রকৌশলী মনোরঞ্জন পাল
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]