‘সরকারের প্রতি মানুষের আশা লক্ষ্য ভাগের এক ভাগও পূরণ হয়নি’
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৫:২৯
‘সরকারের প্রতি মানুষের আশা লক্ষ্য ভাগের এক ভাগও পূরণ হয়নি’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে। এটাকে আমি সরকার বলি না। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের সরকারের প্রতি অনেক আশা–আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তার লক্ষ্য ভাগের এক ভাগও পূরণ হয়নি।


শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে স্থানীয় কর্মী–সমর্থক–অনুসারীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।


লতিফ সিদ্দিকী আরও বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়া পারেননি—আর একজনের নাম বলতে চাই না। জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না, তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।


এসময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, এই দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথমে গ্রেফতার করতে হবে। আমাদের লোকজন সবসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।


ড. ইউনূসকে উল্লেখ করে তিনি বলেন, তাঁকে আগেই চেনার কারণে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিই। আমরা অনেকে পরে বুঝেছি, তিনি অনেক আগেই বুঝেছিলেন—তাই তাকে সুদখোর বলতেন।


আওয়ামী লীগের প্রতি নিজের আনুগত্যের ইতিহাস তুলে ধরে বঙ্গবীর বলেন, আমি ভাসানীর আওয়ামী লীগ করেছি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি, গণমানুষের আওয়ামী লীগ করেছি। আমি নারীপ্রেম করিনি, বঙ্গবন্ধুকে ভালোবেসে মানুষ ও দেশকে ভালোবাসতে শিখেছি। দেশপ্রেম ধারণ করতে তপস্যা করতে হয়, ধৈর্য ধরতে হয়। গণমানুষের ভালোবাসা পেলেই সত্যিকারের দেশপ্রেম জন্মায়।


জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করি। শেখ হাসিনার পতন দেশের ও মানুষের প্রয়োজন ছিল। কিন্তু অভ্যুত্থানের পর জুলাইযোদ্ধাদের কর্মকাণ্ডের একবিন্দুও আমি সমর্থন করি না।


এসময় সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


এর আগে সকালে তিনি দেলদুয়ার উপজেলার আটিয়ায় সুলতান আলাউদ্দিন হোনাইন শাহ কাশ্মিরী (র.) মাজার জিয়ারত করেন। পরে দুই সহস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় তাঁর নির্বাচনী এলাকার মানুষ তাঁকে এলেঙ্গায় অভ্যর্থনা জানায়। সেখানে থেকে নিজ গ্রাম ছাতিহাটীতে পৌঁছে তিনি পারিবারিক কবরস্থানে বাবা–মায়ের কবর জিয়ারত করেন এবং জুমার নামাজ আদায় করেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com