রাজনীতি
‌‘নো হাংকি পাংকি’ কোন রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারেনা: এ্যানি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৫:৪৬
‌‘নো হাংকি পাংকি’ কোন রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারেনা: এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটা ইসলামী দলের নায়েবে আমীর দায়িত্বশীল লোক হিসেবে কীভাবে বলেন, ‘নো হাংকি পাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হলো? এটা কি সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায়? একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি এ ধরনের কথা বলে সাধারণ মানুষ উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছুই করবে না।


শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরস্থ গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‌‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। এই কথা যিনি বলেছেন তিনি একটি দলের দায়িত্বশীল ছাড়াও একজন ডাক্তার। তার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না।


এ্যানি আরও বলেন, এবারের নির্বাচনটা ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। যার কারণে আমরা খুব বেশী গুরুত্ব দিয়েই গণসংযোগে নেমেছি। এই গণসংযোগে আমরা এখনই নামি নাই। আমরা বিগত ১৭ বছর থেকে জুলাই আন্দোলন সহ এখন পর্যন্ত মাঠে ময়দানে থেকে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। এখনো করছি। আমরা লক্ষ্মীপুর সহ সারা দেশে সুদৃঢ় ঐক্যের মধ্যে আছি। এবং এই সুদৃঢ় ঐক্যের মধ্যে থেকেই আমরা কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাব।


তিনি বলেন, আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার, যে ঐক্য বিগত আন্দোলন-সংগ্রামে ছিল। সর্বশেষ জুলাইয়ে যে ঐক্য ছিল। যদি এই ঐক্য না থাকে তাহলে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে। কিন্তু পতিত ফ্যাসিস্টকে আর কোন সুযোগ দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে।


সভায় এ্যাড.সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এ্যাড. মো. হাছিবুর রহমান,বাফুফে সহ সভাপতি এ্যাড. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ নেতৃবৃন্দ।


আবুল হোসেন সোহেল এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম।


সভায় শ্রমিক দলের জেলা কমিটি সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com