বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৪:৪২
বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।


সোমবার ( ৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।


এ বৈঠকে লন্ডন থেকে ভারচুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগওয়ারি সাংগঠনিক সম্পাদকদরা উপস্থিত রয়েছেন।


ধারণা করা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত এবং শরিকদলগুলোর নেতাদের জন্য কতটি আসন ছাড়া হবে সে বিষয় সিদ্ধান্ত হতে পারে।


স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান জানান, উন্মুক্ত অ্যাজেন্ডা রাখা হয়েছে। নির্বাচন, মনোনয়ন সহ নানান বিষয় আলোচনা হবে।


জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই শ আসনের প্রার্থী তালিকা দেওয়া হতে পারে।


এদিকে, আজ বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়ে বলা হয়, জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com