‘জুুলাই সনদের কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা নেই’
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৫:২২
‘জুুলাই সনদের কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঐকমত্য কমিশনের সনদ সম্পর্কে মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, কতিপয় জনসনদবিহীন লোকের এসব ভিত্তিহীন তথাকথিত সনদ জনগণের সনদ নয়, এসব সনদের কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা নেই।


শুক্রবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।


ইমাম হায়াত বলেন, কতিপয় অনির্বাচিত ব্যক্তির সনদ রাষ্ট্রের সনদ হতে পারেনা। রাষ্ট্র ও জনগণের উপর কেউ কিছু চাপিয়ে দেয়ার অধিকার নেই এবং এহেন প্রচেষ্টা নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ হিসেবেই গণ্য হবে।


তিনি আরও বলেন, জুলাই সনদ কথাটাই মিথ্যা ও ধোঁকা, কারণ জুলাই আন্দোলন কোনো সনদের ভিত্তিতে হয় নাই, জঙ্গিবাদী সাম্প্রদায়িক স্বৈর রাষ্ট্র কায়েমের জন্য হয় নাই, জুলাই আন্দোলনে জনগণ কেবল গণতন্ত্র এবং সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার চেয়েছিল যা ক্ষমতাসীন অন্তর্বর্তী চক্র ধ্বংস করে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র, দস্যু তন্ত্র, জঙ্গিবাদ, মবসন্ত্রাস, মিথ্যা মামলা, আদালত জবরদখল, বৈষম্য, দলীয়করণ খুন রাষ্ট্রীয় সন্ত্রাস, বাক্‌স্বাধীনতা হরণ, অন্যায় গ্রেফতার -রাজনৈতিক নিপীড়ন নির্যাতন জেল জুলুম চালাচ্ছে।


ইমাম হায়াত আরও বলেন, গণভোটের নামে প্রহসণের ভোটের নামে যতই চেষ্টা করা হোক এসব চাপিয়ে দেয়া তথাকথিত সনদ কখনোই জনগণের গ্রহণযোগ্য হবে না।


তিনি বলেন, আমরা জনগণের প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের সাথে আলোচনা পরামর্শ না করে কতিপয় ভিত্তিহীন, নামসর্বস্ব ও জংগী বাদি সাম্প্রদায়িক স্বৈর রাজনীতির গ্রুপ নিয়ে তাদের অসৎ স্বার্থে স্বৈরাচারী কায়দায় তৈরি অগণতান্ত্রিক এ তথাকথিত সনদ জনগণ বর্জন করবে এবং ইতিহাসের পরিত্যক্ত বর্জ্য আবর্জনায় পরিণত হবে এবং অলরেডি হয়ে গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com