পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮
পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়নের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এসময় এলাকার স্থানীয় লোকজনসহ মরহুমের আত্মীয়-স্বজনরা জানযায় অংশ নেয়। এর আগে সোমবার বাদ এশা রাজধানীর গুলশানস্থ আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।


গত বছরের ২৪ সালের ৫ আগস্ট জুলাই অভ্যুত্থ্যানের পর থেকে পলাতক ছিলেন। পরে তাকে ২৪ই সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


উল্লেখ্য, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী বেলাব) আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেষের দুই মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com