
একটি মহল বিএনপির মনোনয়নের নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির মনোনয়নের নামে নাম প্রকাশ করে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত তৈরির চেষ্টা করছে একটি মহল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কোনো নেতাকর্মীকে সবুজ সংকেত দেয়া হয়নি। তফসিল ঘোষণার পর তারেক রহমান জনগণের রায় অনুযায়ী প্রার্থী দেবেন।
‘পতিত স্বৈরচার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফ্যাসিস্টকে পুনর্বাসন করার চেষ্টা করছে একটি মহল’, যোগ করেন বিএনপির এ নেতা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]