
সবার পরামর্শে অন্তর্বর্তী সরকার গঠন করলেও তাদের ব্যর্থতার দায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের আইইডিবি ভবনে সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপিসহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, এনসিপিই ফ্যাসিবাদিদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে পূর্ণ-সহযোগিতা পাওয়া যায়নি, অনেকটা একাই লড়তে হয়েছে।
হাসনাত বলেন, মিডিয়াকে গঠনমূলক হতে হবে, অন্যথায় অদৃশ্য ছায়ার করাল গ্রাসে পড়বে দেশ। গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।
ব্যবসায়ীদের কাছে রাজনীতি বন্দী হয়ে গেছে উল্লেখ করে, রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে।
হাসনাত বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যাযালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থী রাজনীতি করবো।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]