'আওয়ামী লীগ চারটি অবৈধ নির্বাচন করে গণতন্ত্রকে বিদায় করেছে'
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫
'আওয়ামী লীগ চারটি অবৈধ নির্বাচন করে গণতন্ত্রকে বিদায় করেছে'
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মঈন খান বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় বসে দেশের গণতন্ত্রকে বিদায় করেছে।আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে দেশের কাজে ব্যবহার না করে লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গুছিয়েছে। তাই দেশের মানুষ আজ ভালো নেই।


মঈন খান বিএনপির কথা উল্লেখ করে বলেন, বিএনপি ৩৫ বছর যাবত বাংলাদেশ ও দেশের মানুষের সাথে থেকে উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও সুযোগ পেলে কাজ করবে।


তিনি আরো বলেন, যেহেতু একটি সরকার দেশের অর্থ লুট করে পালিয়েছে তাই দেশকে নিয়ে নতুন করে ভাবতে হবে। আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে বিজয়ী করে পার্লামেন্টে পাঠালে আমরা দেশের পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করে যাব।


মঈন খান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশে মাঝেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এক পথসভায় এমন মন্তব্য করেন।


এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খান, ঘোড়াশাল পৌরসভা বিএনপি'র সভাপতি আলম মোল্লা, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ অন্যরা।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com