গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কার্যকরী পদক্ষেপ নয়: ডা. জাহিদ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫
গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কার্যকরী পদক্ষেপ নয়: ডা. জাহিদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন যতই ঘনিয়ে আসছে একটি দল পিআর নিয়ে আন্দোলন করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সেগুনবাগিচায় বিএম এ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, গনতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতেই পারে। তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনেও গণতান্ত্রিক হতে পারে না।


ডা. জাহিদ বলেন, ‘গণতন্ত্রের মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু যখন কোনো দল তাদের সিদ্ধান্ত জনগণের ওপরে চাপিয়ে দেবে, তখন কর্তৃত্ববাদের আওয়াজ পাওয়া যায়। আর এতে ফ্যাসিবাদী চরিত্র ফুটে ওঠে।’


তিনি আরও বলেন, ‘যতই নির্বাচন ঘনিয়ে আসছে, তখন একদল পিআর নিয়ে আন্দোলন করছে। এটা ভালো, তবে তার মানে এই না যে তাদের মতামত জনগণের ওপরে চাপিয়ে দেবে।’ জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com