
লালন-শিল্পী ফরিদা পারভীনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ
রবিবার (১৪ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাঙালি লোকসংস্কৃতির বাউল ধারার সর্বোত্তম স্ফূরণ ঘটেছে লালন সংগীতের মাধ্যমে, আর গত পাঁচ দশকের বেশি সময় ধরে লালন সংগীতের ভেদ-বিভেদ-অসমতা-বৈষম্য-জাত-পাত-সাম্প্রদায়িকতা-বিরোধী আদর্শকে নগর-সংস্কৃতিতে বিস্তৃত করার ক্ষেত্রে ফরিদা পারভীন অগ্রগণ্য ভূমিকা পালন করেন। ফরিদা পারভীনের পথ ধরে পরবর্তীতে আরো অনেক লালন সংগীত প্রসারে আগ্রহী ও যুক্ত হন।
জাসদের বিবৃতিতে আরো বলা হয় মহাত্মা লালনের শিক্ষাকে আরো বেশি ছড়িয়ে দেয়ার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক কালের আদর্শিক বিভ্রান্তিকে মোকাবেলা করার ক্ষেত্রে ফরিদা পারভীন পরিবেশিত লালন সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবে।
জাসদ ফরিদা পারভীনের আত্মীয়-পরিজন-ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]