জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জাসদের নিন্দা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯
জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জাসদের নিন্দা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছে জাসদ।


শনিবার (৬ সেপ্টেম্বর) জাসদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক এ নিন্দা জ্ঞাপন করেন।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ ও গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়োজনীয়তা আজ সর্বাধিক জরুরি, সেই প্রেক্ষাপটে এই হামলা গণতন্ত্রের যাত্রাপথে একটি সুস্পষ্ট প্রতিবন্ধকতা তৈরি করবে।


গণতন্ত্র মানে ভিন্নমতের সহাবস্থান, রাজনৈতিক দলের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার নিশ্চয়তা এবং রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে সহনশীলতার বিকাশ। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার মানসিকতা থেকে যদি অফিস, সভা বা কর্মসূচির ওপর হামলার সংস্কৃতি অব্যাহত থাকে, তবে তা ফ্যাসিবাদী প্রবণতার পুনর্বাসন ঘটাবে। এ ধরনের ঘটনা অগণতান্ত্রিক শক্তিকে আরও সুসংগঠিত ও শক্ত ভিত্তি গড়ে তোলার সুযোগ করে দেয়। গনঅভ্যুত্থানের বর্ষপূর্তির পর এখন সকলের দায়িত্ব দেশকে আইনের শাসনের উপর প্রতিষ্ঠিত করা। কোন দল বা ব্যক্তির বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আইনের দ্বারস্থ হওয়াই নৈতিক কর্তব্য। মব তৈরি করে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করার প্রবণতা দেশের জন্য, গণতন্ত্রের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না।


বাংলাদেশ জাসদ মনে করে - জাতীয় পার্টির কার্যালয়ে হামলা গণতন্ত্র অভিমুখী চলমান প্রচেষ্টাকে অস্থিরতা ও নৈরাজ্যে নিপতিত করবে এবং গণতন্ত্র বিরোধীদের শক্তিশালী করবে।


বাংলাদেশ জাসদ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে। একই সাথে দল মনে করে—গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com