রাজনীতি
তৌহিদি জনতার নামে নৈরাজ্য আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭
তৌহিদি জনতার নামে নৈরাজ্য আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।


রুহুল কবির রিজভী বলেন, ‘তৌহিদী জনতার নামে কিছু মানুষ মাজার আক্রমণ করছে, কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দিচ্ছে, এদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ ঐক্যবদ্ধ নয়, সেজন্যই এত হিংসা আর হানাহানি চলছে।’


দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান আমলেও এমন মাজার আক্রমণ হয়নি, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়নি।’


রিজভী বলেন, ‘কিছু দল বিএনপিকে ভারতপন্থী বলছে। যারা বলছে, ওরা নিজেরাই বাংলাদেশপন্থী নয়।’ তিনি বলেন, বিএনপি সবসময় বাংলাদেশ ও এর জনগণের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com