নুর ইস্যুতে নীলা ইসরাফিল
স্যার, দিনে তিন বেলা নিন্দা আর পাঁচ বেলা প্রতিবাদের নাটক আর কত!
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৪:৩৩
স্যার, দিনে তিন বেলা নিন্দা আর পাঁচ বেলা প্রতিবাদের নাটক আর কত!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। জ্ঞান ফিরলেও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন নুর।


এদিকে নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।


শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এর প্রতিবাদ জানান।


পোস্টে অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আইন উপদেষ্টার ওই পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবুদুল্লাহসহ অনেকেই।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ তার পোস্টে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন।


আইন উপদেষ্টাকে নিয়ে মন্তব্য করেছেন আরেক আলোচিত মুখ নীলা ইসরাফিলও। শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘স্যার, এত নাটক আর কত! দিনে তিন বেলা নিন্দা, পাঁচ বেলা প্রতিবাদ, মনে হয় ফেসবুকেই আপনি সংসদ বসিয়ে ফেলেছেন। আপনার সেই বিখ্যাত ডায়লগ, ‘হায় আল্লাহ আমি যদি ড্যাস ড্যাস হতে পারতাম।


এখন মানুষ আপডেট করে বলছে, হায় আল্লাহ, উনি যদি সেনাবাহিনীকে তাদের আসল ঘরে পাঠাতে পারতেন!’


নীলা ইসরাফিল লেখেন, ‘ভেবে দেখুন, সেনারা লাইনে দাঁড়িয়ে আছে, হাতে ভর্তি ফরম, গন্তব্য BRAC। পাশে আপনি দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন- ‘আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, ভর্তির আসন কম, তাই সেনাদের জন্য ডাবল সিট চাই’।


সবশেষে সাবেক এই এনসিপি নেতা লেখেন, ‘স্যার, আপনার আইন শেখানোর সময় ছিল এক যুগ আগে। এখন আপনার আসল কাজ হলো সেনাবাহিনীকে ঘরে পাঠানো আর জনগণকে হাসানো।


তাই দেরি না করে নাটক বন্ধ করে দায়িত্ব পালন করেন, দ্রুত সেনাদের তাদের নিজ ঘরে ফেরানোর ব্যবস্থা করুন। স্যার, আপনার পদবি আইন উপদেষ্টা না, আসলে ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা’।


উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।


বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন। তার জ্ঞান ফিরেছে বলেও নিশ্চিত করা হয়েছে তার ফেসবুক পেজ থেকে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com