
১৯৭১ সালের ৫ ডিসেম্বর। ইতিমধ্যে বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত মুক্তিপাগল বাঙালি। ৭১ সালে এ দিনে ভারতীয় বাহিনীর সহযোগিতায় মুক্তিবাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এর মধ্যে ছিল লাকসাম, আখাউড়া, ময়মনসিংহের বকশিগঞ্জ, কুমিল্লার মিয়াবাজার, পারিকোট, লালবাগ ও যশোরের কোটচাঁদপুর (বর্তমানে ঝিনাইদহের উপজেলা)। যুগান্তরের প্রতিবেদনে লেখা হয়, যশোরকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করার পর ক্যান্টনমেন্ট এলাকায় পাকিস্তানি বাহিনীর উদ্দেশে মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘আত্মসমর্পণ অথবা মৃত্যু, এর একটি বেছে নাও’। এদিন বিভিন্ন রণাঙ্গনেও এমন ঘোষণা দেওয়া হয়। বলা হয়, আত্মসমর্পণ করলে জেনেভা রীতি অনুযায়ী শত্রুপক্ষের সৈন্যদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে।
সেদিন কিছু এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার কৌশলের একটি বর্ণনা পাওয়া যায় লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জেকবের বই ‘স্যারেন্ডার অ্যাট ঢাকা’য়। এতে বলা হয়েছে, দর্শনা, কোটচাঁদপুর ও কালীগঞ্জ দখলের পর ৪ মাউন্টেন ডিভিশন মূল সড়ক ধরে ঝিনাইদহের দিকে অগ্রসর হওয়ার বদলে মাঠের মধ্য দিয়ে উত্তর দিকে আক্রমণ চালায়। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের মাঝে এক ব্যাটালিয়ন স্কোয়াড্রনের একটি রোড ব্লক স্থাপন করা হয়। পাকিস্তানি সেনারা এই অবরোধ ভাঙার চেষ্টায় ব্যর্থ হলে ঝিনাইদহে নতুন করে শক্তি বৃদ্ধির পরিবর্তে কুষ্টিয়ার দিকে সরানো হয়। এক সময় ৪১ মাউন্টেন ব্রিগেড ঝিনাইদহে প্রবেশ করে।
আখাউড়া ও লাকসাম পতনের ফলে চট্টগ্রাম, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, সিলেট ও ঢাকার মধ্যে রেল সংযোগও বিচ্ছিন্ন হয়।
স্থলভাগে কিছু এলাকার পর ৫ ডিসেম্বর আকাশপথেও প্রতিরোধহীন হয়ে পড়ে পাকিস্তানের বাহিনী। ৪ ডিসেম্বর ঢাকায় ভারতীয় বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরু হয়েছিল। আনন্দবাজারের প্রতিবেদনে লেখা হয়, এর ৩৬ ঘণ্টার মাথায় বাংলাদেশের আকাশে পাকিস্তানিরা জবাব দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।
এদিন ভারতীয় জঙ্গি বিমান বিনা বাধায় গোটা বাংলাদেশের আকাশে উড়ে বেড়ায়। ঢাকার কুর্মিটোলাসহ বিভিন্ন ঘাঁটিতে বোমা ফেলে। এতে পাকিস্তানি বাহিনীর অসংখ্য গাড়ি ও বাঙ্কার ধ্বংস হয়। বড় বড় ঘাঁটির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকার সঙ্গে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটের, নাটোরের সঙ্গে ঢাকা ও রংপুরের এবং যশোরের সঙ্গে নাটোর ও রাজশাহীর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শোচনীয় হতে থাকে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা।
যদিও সেদিন এপিপির বরাত দিয়ে ইত্তেফাকে প্রকাশ হয়, আকাশ যুদ্ধে পাকিস্তানিরা আধিপত্য বজায় রেখেছে। ভূপাতিত করা হয়েছে ৬১টি ভারতীয় বিমান। দর্শনা ও ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর চাপ বৃদ্ধি ছাড়া পূর্ব পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতি অপরিবর্তিত আছে।
বাংলাদেশের জন্য ৫ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ছিল বেশ গুরুত্বপূর্ণ। পরিষদে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ভোটের জন্য তোলা হয়। সেটি ছিল পাকিস্তান-ভারতের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ও উভয়পক্ষের সেনা প্রত্যাহার সংক্রান্ত। রাশিয়া ভেটো দিলে প্রস্তাবটি বাতিল হয়।
পরিষদে রাশিয়াও একটি প্রস্তাব দিয়েছিল। তাতে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির আগে পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়। ১২টি দেশ ভোটদানে বিরত থাকলেও ভেটো দেয় চীন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোভিয়েতের খসড়া প্রস্তাবটি ভিন্ন রকম ছিল। কারণ এতে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়নি। বরং পাকিস্তানকে পূর্ব পাকিস্তানে সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল। এতে ভেটো দেওয়ার ব্যাখ্যার সময় চীনের প্রতিনিধি হুয়াং হুয়া অভিযোগ করেন, রাশিয়ার খসড়া প্রস্তাবটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
নিরাপত্তা পরিষদে এই বিতর্ক চলার সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রতিনিধি দলের প্রধান আবু সাঈদ চৌধুরী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]