
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তি গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি ঢাকা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নড়াইল ও ঢাকাসহ একাধিক মামলা রয়েছে। একই সঙ্গে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]