
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন অনুষ্ঠিত হলো থাইল্যান্ডে। আর সেখানেই মুকুট জিতলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ।
থাইল্যান্ডে ২ নভেম্বর শুরু হওয়া এবারের প্রতিযোগিতা নানা নাটকীয়তায় ভরা। প্রতিযোগিতার একেবারে শুরুতেই বৈঠকের সময় সঞ্চালকের কঠোর কটূক্তির শিকার হয়েছিলেন ফাতিমা। অথচ সেই অপমানই যেন তাঁর এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে দাঁড়ায়।
২১ নভেম্বর সকাল ৭টায় (বাংলাদেশ সময়) ব্যাংককে শুরু হয় ফাইনাল পর্ব। কয়েকটি ধাপ পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন—মেক্সিকো,থাইল্যান্ড, ফিলিপাইনস, ভেনেজুয়েলা, আইভরি কোস্টের প্রতিনিধিরা।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের দুটি করে প্রশ্ন করা হয়, আর তাদের উত্তরের ভিত্তিতেই নির্বাচিত হন মিস ইউনিভার্স ২০২৫। সেখানে সবার থেকে এগিয়ে থাকেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রতিযোগিতায় রানারআপ হন মিস থাইল্যান্ড, আর মুকুট ওঠে মেক্সিকোর ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায়—যা মেক্সিকোর ইতিহাসে চতুর্থ ‘মিস ইউনিভার্স’ শিরোপা।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]