
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি এফ রহমান হলের ২২২ নম্বর রুমে থাকতেন। শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়। সাম্যকে এফ রহমান হল সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বলে দাবি করেছে ছাত্রদল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রাতে সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাম্য রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, একটি হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]