
রাজধানীর জিগাতলায় ব্যক্তি মালিকানাধীন একটি নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে প্রশ্নটি উঠেছে সবার আগে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, প্রায় দুই মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন রুমী। তিনি হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়ে আসছিলেন। এসব কারণে গত কিছুদিন ধরে ট্রমাটাইজড্ ছিলেন। দলের কর্মসূচিতে এলেও বিমর্ষ থাকতেন রুমী।
সব মিলিয়ে তিনি এক ধরনের হতাশা ও বিষণ্নতায় ভুগছিলেন বলে জানান রুমীর স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।
এ ছাড়া পরিবারের পক্ষ থেকে থানায় যে অপমৃত্যু মমলা করা হয়েছে, তাতে বলা হয়েছে, রুমীর দুবার বিয়ে হয়, দুই সংসারই ভেঙে গেছে। দুই ঘরে তার দুটি সন্তান আছে। তারা বাবাদের কাছেই থাকে। সে কারণে তিনি বিষণ্নতায় ভুগছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, এনসিপির নেত্রী জান্নাতারা রুমীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সেই মামলায় বিষণ্নতার কথা উল্লেখ করেছে পরিবার।
তিনি আরো বলেন, জিগাতলায় যে বাসায় তিনি থাকতেন সেটি ব্যক্তি মালিকানার ভবন। ছোট ছোট রুম করে মালিক নারীদের জন্য মেস ভাড়া দিয়েছেন। রুমীর বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে। বাবার নাম জাকির হোসেন। তিনি ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নার্সিংয়ে পড়াশোনা শেষ করেছেন। এরপর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করছিলেন। কিছুদিন হলো তিনি বেকার ছিলেন।
আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট তাকে সাইবার বুলিং করছিল, হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছিল, এমনকি তার ব্যক্তিগত ও পারিবারিক তথ্যও অনলাইনে ছড়িয়ে দেয় পতিত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা।
এ বিষয়ে জানতে চাইলে ওসি শাহাদাত হোসেন বলেন, এমন কোনো অভিযোগ পুলিশের কাছে করা হয়নি। তবু তার মোবাইল জব্দ করা হয়েছে, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
রুমীর চাচাতো ভাই মেহেদী হাসানও গণমাধ্যমকে জানান, রুমীর দুই বিয়ে ও সংসার ভেঙে যাওয়ার কথা। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিস্তারিত তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন রুমীর পরিবারের সদস্যরা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এনসিপির নেত্রী জান্নাতারা রুমীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]