শিরোনাম
নিউইয়র্কে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:২০
নিউইয়র্কে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যৌথভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার কনস্যুলেট জেনারেল অফিসের অডিটরিয়ামে এর আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী।

 

বাংলা সাহিত্যের এই দুই নক্ষত্রের অসাধারণ সাহিত্যকর্মের উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, সমস্যা সংকুল পৃথিবীতে তাদের লেখনী- শান্তির সুবাতাস বইয়ে দিচ্ছে। সার্বজনীনতা এবং ধর্মনিরপেক্ষতার চেতনা এ দুই বরেণ্য কবির লেখনীতে পরিস্ফুট। বিশ্বে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং জঙ্গিবাদ মোকাবেলায় তাদের লেখনী প্রেরণা যোগাবে বলে তিনি উল্লেখ করেন।

 

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শামীম আহসান তার বক্তব্যে সমাজে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামকে কলকাতার পশ্চিমবঙ্গ থেকে ঢাকা নিয়ে আসেন এবং বাংলাদেশের নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা দেন।

 

 

অনুষ্ঠানে দুই কবির ওপর তথ্যসমৃদ্ধ পেপার উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ ও বিজ্ঞানী ড. গুলশান আরা এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন কালচার বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. র‌্যাচেল ম্যাকডোরমেট। তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুজনই সৃষ্টিশীল মানুষ। তারা তাদের গান, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও নাটক রচনার মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন।

 

শ্রোতা-দর্শকের বিশেষ আকর্ষণ ছিল বিখ্যাত সংগীতশিল্পী কাদেরী কিবরিয়ার উপস্থিতি এবং গান। এছাড়া স্থানীয় শিল্পী শবনম আবেদী নজরুল সংগীত পরিবেশন করেন।

 

 

অনুষ্ঠানটিতে স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যগণ গান, কবিতা, নাটক ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

 

বিবার্তা/খোকন/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com