শিরোনাম
রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিজয় মহাউৎসব
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৩
রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিজয় মহাউৎসব
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘দেশ ও জাতি মেতেছে লাল সবুজের মহা উৎসবে, বিজয়ের ৪৫ বছরে’ শ্লোগান নিয়ে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিজয় দিবস উদযাপন করেছে। বৃহস্পতিবার রাতে রিয়াদের আল আমিন কমিউনিটি সেন্টারে মহান বিজয় দিবস জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়।


পবিত্র কোরআন তেলোয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়ে স্বাধীনতার মহানায়ক জাতির জনক শেখ মুজিবুর রহামান তার পরিবারের শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। একই দিনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী আবারও বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায়, বিজয় উল্লাস করেন নেতাকর্মীরা।


বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম ও রিয়াদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ মহানগর কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ এটিএম জিয়াউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব কেন্দ্রিয় কমিটির সভাপতি ডা. কাজী মাসুদুর রহমান।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা. নিয়াজ মুহম্মদ খান। আল খারিজ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা ডা. মো. আজিজুর রহমান। রিয়াদ দূতাবাসের প্রতিনিধী কাজী নূরুল ইসলাম (১ম সচিব)। বিশেষ অতিথি ছিলেন, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, রিয়াদ আওয়ামী পরিষদের সহ-সভাপতি গাজী সাইদুর রহমান, সাধারন সম্পাদক এম আর মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক এস্কান্দর আলী খান, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল, রিয়াদ মহানগর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ইউসুফ মুহম্মাদ খান, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, প্রবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, সৌদি আরব এনআরবি বিজনেস কমিউনিটির সভাপতি কাপ্তান হোসেন, কবি শাহজাহান চঞ্চল, আওয়ামী পরিষদের প্রচার সম্পাদক হুমায়ন কবির, সাংবাদিক ইকবাল হোসেন, নাছিম যুবলীগের সভাপতি আতিকুল ইসলাম খান, প্রবাসী কোম্পানীগঞ্জ যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন নাজিম প্রমুখ। রিয়াদস্থ বাংলা ও ইংলিশ স্কুলের বিওডির চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ।অতিথিদেরকে লাল সবুজের উত্তোরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।


আয়োজক সংগঠন ও কেন্দ্রিয় কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ আব্দুর রাজ্জাক, কৃষিবিদ শামীম আবেদীন, শাহরিয়ার এনএম মাহবুব, ডা. সারোয়ার জাহান সাচ্চু, ইঞ্জিনিয়ার কাওছার, ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর খান, আরিফুর রহমান কুদ্দুস, মো. মহিউদ্দিন, বাপ্পি ইসলাম, মোজাম্মেল হক, মিঠু মজুমদার, জুলফিকার আলী ভুট্টো, এরশাদ আলী, আলিমউদ্দিন মাহমুদ, আবুল খায়ের বাচ্চু, আব্দুল আজিজ মাকসুদ, জুবায়ের আহম্মেদ, দেলোয়ার হোসেন দুলাল, সাইফুল ইসলাম, মাসুদ জমাদ্দার, ইশতিয়াক মাসুদ, হাবিবুর রহমান প্রমুখ।


অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, মো. তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার কবির বিশ্বস, মো. ইয়াকুব আলী, কবির হোসেন, আলী নূর ইসলাম রনি, আব্দুল আহাদ নয়ন, আল খারিজ নেতা মুন্না, শাওন মহসীন, আনোয়ার মুন্না, মো. ফারুকী, মো. মনিরুল ইসলাম, সাইফুল্লা নাহিদ, শহীদুল ইসলাম শহীদ, আলিম উদ্দিন প্রমুখ ।


অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ মন্ডল ও তার সহযোগী দল। তারা গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন। রিয়াদস্থ বাংলা স্কুলের শিক্ষাথীদের অংশগ্রহণে বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com