বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা। শুক্রবার (২৩ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় নাজমা রমনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কাতার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এস এম ফরিদুল হক, কাতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাসেম সরকার, কাতার যুবলীগ সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ হোসাইন, ফয়েজ আহমেদ, সেলিম রেজা, আতিকুল মাওলা মিঠু, আব্দুল মালেক প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রত্যেক বাঙালীর হৃদয়ে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর তরুণ প্রজন্ম বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই বিজয় কুড়িয়ে পাওয়া নয়, কারো উপহার দেওয়া নয়। এক সাগর রক্ত ও লাখো প্রাণের বিনিময়ে অর্জিত।
বিবার্তা/ইফতি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]