শিরোনাম
নিউইয়র্কে রেকর্ডসংখ্যক ট্যুরিস্ট
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৪
নিউইয়র্কে রেকর্ডসংখ্যক ট্যুরিস্ট
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলতি বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছয় কোটি ট্যুরিস্ট এসেছেন। এটিই নিউইয়র্কে স্মরণকালের সবচেয়ে বেশি ট্যুরিস্ট আগমন। ১৯ ডিসেম্বর সেখানকার সিটি প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়। বছরের অবশিষ্ট দিনগুলোতে আরো ৩০ লাখের বেশি ট্যুরিস্ট নিউইয়র্কে আসবে বলে আশা করছেন কর্মকর্তরা।

 

এ প্রসঙ্গে সিটি মেয়র বিল ডি ব্লাজিয়ো বলেন, সংখ্যাগতভাবেই শুধু বাড়েনি, ট্যুরিজমের ক্ষেত্রে প্রবৃদ্ধিও বৃদ্ধি পেয়েছে আশাতীতভাবে। একই সাথে অনেক বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

 

সিটি প্রশাসন জানায়, গত বছর নিউইয়র্কে ট্যুরিস্ট এসেছিলো ৫ কোটি ৮৫ লাখ। এর মধ্যে ৪ কোটি ৭৬ লাখ এসেছিলেন অন্য অঙ্গরাজ্য থেকে। সিটির হোটেলে সিট ভাড়া হয় তিন কোটি ৪৯ লাখ। গত বছর এই সিটির ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল সেক্টরে কাজ করেন তিন লাখ ৭৫ হাজার মানুষ। আগের বছরের চেয়ে যা ১৫ হাজার বেশি।

 

চলতি বছর সাড়ে ৯ লাখ চায়নিজ এসেছে নিউইয়র্কে। ২০০৭ সালের তুলনায় যা সাত গুণ বেশি। তবে চায়নিজকে পেছনে ফেলেছে ইসরাইল এবং সুইজারল্যান্ডের ট্যুরিস্টরা। আরো ১৩টি দেশ রয়েছে শীর্ষস্থানে অবস্থানকারী ট্যুরিস্টের তালিকায়।

 

বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com