শিরোনাম
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অভিবাসী দিবস পালন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৫২
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অভিবাসী দিবস পালন
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের পূর্বাঞ্চলের আলইয়ামামা কোম্পানির শ্রমিক ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।


আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ওই ক্যাম্পে থাকা ১১শ জন বাংলাদেশি শ্রমিকসহ প্রায় ২ হাজার ৫শ শ্রমিকদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারা কোরান তেলাওয়াত, ফুটবল, রশি টানা, বেলুন খেলা, চেয়ার খেলা, হাড়ী ভাঙা এবং ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথীবৃন্দ। এছাড়াও ক্যাম্পের শ্রমিকদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ, কার্যালয় প্রধান মনিরুল ইসলাম, শ্রম কাউন্সেলর মো. সারোয়ার আলম, প্রথম সচিব (শ্রম) আসাদুজ্জামান, সোনালি ব্যাংক প্রতিনিধি মো. আব্দুল ওয়াহাব।


এছাড়া আল ইয়ামামা কোম্পানির জেনারেল ম্যানেজার ও সৌদি নাগরিক মোহাম্মদ আলআসীরী, হিউম্যান রিসোর্স ম্যানেজার আরেফ সাইফ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদ হাসনাইনসহ দাম্মাম কমিউনিটির বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।


প্রবাসীরা জানান, রিয়াদ শহর থেকে প্রায় ৪৫০কিলোমিটার দূরে অবস্থিত দাম্মাম অঞ্চলে এটিই প্রথম অনুষ্ঠান যা বাংলাদেশ দূতাবাস আয়োজন করে। তারা এই উদ্যোগের সাধুবাদ জানান। তারা অনুরোধ করেন, এই ধরণের অনুষ্ঠান যেন নিয়মিত করা হয়, এতে প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কিছু সময়ের জন্য হলেও কাছে পেয়ে থাকেন।


রাষ্ট্রদূত তার দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, প্রবাসীদের সকল প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস তাদের পাশে থাকবে।


তিনি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সৌদি সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ জানান।


বিবা্র্তা/সাগর/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com