শিরোনাম
ফ্রান্স আ.লীগের সাবেক সভাপতির স্মরণে সভা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ১৬:৪৭
ফ্রান্স আ.লীগের সাবেক সভাপতির স্মরণে সভা
অনুপম বড়ুয়া টিপু, প্যারিস
প্রিন্ট অ-অ+

ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি, ফ্রান্স চট্টগ্রাম সমিতির প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চৌধুরী বাবুর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ফ্রান্স প্রবাসী চট্টগ্রামবাসীর উদ্যোগে শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


স্মরণ সভায় মরহুম নাজিম উদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, ফ্রান্স বাংলাদেশী কমিউনিটিকে প্রতিষ্ঠিত করতে যেসব প্রবাসীর ভূমিকা অপরিসীম তাদের মধ্যে নাজিম উদ্দিন চৌধুরী বাবু অন্যতম। নাজিম উদ্দিন কমিউনিটির যে কারো সুখে-দুঃখে সবার আগে শরীক হতেন।


বক্তারা আরো বলেন, বাবু কোন দল বা কোন জনসমষ্টির নেতা ছিলেন না। সে ছিল সারা বাংলাদেশী কমিউনিটির একজন প্রাণ পুরুষ।


ফ্রান্স চট্টগ্রাম কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব মফিজ খাঁনের সভাপতিত্বে তরুণ সমাজকর্মী সেলিম উদ্দীনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সহসভাপতি সোহরাব মৃধা, ফ্রান্স আওয়ামী লীগের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের, সহসভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিল মিয়া, সাধারণ সম্পাদক জাফর শাহ, কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল ইবনে হোসেন, সুজন বাবু, ব্যবসায়ী মো. এনাম, মোজাম্মেল হক, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ হায়দার, ফয়সল উদ্দিন, মরহুমের পুত্র ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিয়াজ উদ্দিন চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সেলিম উদ্দীন, নুর হাসনাত পলাশ, অনুপম বড়ুয়া টিপু, হাফিজ খাঁন ইউচুপ, পিনু বড়ুয়া, লিটন হায়দার, নিপু বড়ুয়া, জসিম উদ্দিন আমির খাঁন, শিবলু বড়ুয়া, সোহরাব হোসেন সাগর, রেজাউল করিম রনি, মনোতোষ বড়ুয়া, আজম উদ্দীন প্রমুখ ।



স্মরণ সভার শুরুতে প্রয়াত নাজিম উদ্দিন চৌধুরী বাবুর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন তেলাওয়াত করেন ইয়াছিন আহমেদ, গীতা থেকে সুব্রত ভট্টাচার্য, ত্রিপিটক পাঠ করেন প্রকাশ বড়ুয়া।


পরে মিলাদ পাঠের মাধ্যমে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ও শেষে উপস্থিত সবার প্রতি তোবারক বিতরণ করা হয়।


উল্লেখ্য, ২০০৯ সালের অক্টোবর মাসে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডের জেনেভা সফরে আসলে নাজিম উদ্দিন চৌধুরী বাবুর সেখানে ফ্রান্সের আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সেখানেই তিনি ব্রেন স্ট্রোক করেন। পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় নাজিম উদ্দিনকে প্যারিসে আনা হয়। প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দিন চৌধুরী বাবু ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন। মরহুমের লাশ চট্টগ্রামের রাউজানে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুম নাজিম উদ্দিন চৌধুরী স্ত্রী, দুই মেয়ে এবং একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।


বিবার্তা/অনুপ বড়ুয়া/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com